বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, বিগত দশ বছরে দেশের ক্রিকেটে যে বড় পরিবর্তন ঘটেছে তাহলো-যে কোন দলকে যে কোন কন্ডিশনে হারানোর ক্ষমতা টাইগারদের রয়েছে।
ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারকে সম্প্রতি ইএসপিএন ক্রিইনফোর মাধ্যমে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে টাইগার ওপেনার বলেন,‘ একটা সময় ছিল যখন আমরা মাঠে নামতাম যতটুকু সম্ভব ম্যাচকে প্রতিদ্বন্দ্বিতাপুর্ন করার লক্ষ্য নিয়ে। ওই সময় প্রতিপক্ষ দলের সঙ্গে আমরা জয়ের কথা ভাবতে পারতাম না।
তব গত দশ বছরে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। এখন আমরা বিশ্বাস করি যে কোন দলকে যে কোন কন্ডিশনে হারানোর সামর্থ্য আমাদের আছে। সমর্থকরাও বিশ্বাস করে আমরা যে কোন দলের বিপক্ষে জয়ের ক্ষমতা রাখি। তাই তাদের প্রত্যাশাও বেড়ে গেছে বহুগুন।’
তবে টেস্ট ও টি-২০ ফর্মেটে এখনো প্রত্যাশা অনুযায়ী নিজেদের মেলে ধরতে পারছেনা বাংলাদেশ। অবশ্য ওয়ানডে ক্রিকেটে তারা এখন ভিন্ন একটি দল। সেখানে বিশ্বের যে কোন শক্তিশালী দলকেই নিয়মিত ভাবেই হারাতে পারছে টাইগাররা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি