নগর ও জেলার দুই জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গতকাল রাত ও রোববার ভোররাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ ও নগরের ডিটি রোড থেকে তাদের আটক করা হয়। তারা হল- আবির হোসেন (২৫), সাব্বির (২২), মো. তানজিল (১৯), মো. হেলাল (১৯) ও মো. আকমত উল্লাহ (১৮)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, পৃথক দুটি অভিযানে বিপুল ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
র্যাব-৭ এর স্কোয়াড্রন কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বলেন, জোরারগঞ্জ থেকে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আবির, সাব্বির ও তানজিল নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয়। নগরের ডিটি রোড থেকে হেলাল ও আকমত নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা নগরের ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ওসমান গনি (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপ পরিচালক শামীম আহমেদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি