নাটোরের বড়াইগ্রামে করোনাকালীন পরিস্থিতে নিরাপদ আম উৎপাদন, ব্যবসা ও বাজারজাতকরণে চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আহম্মেদপুর বাজার আম ব্যবসায়ী, আড়ৎদার ও আমবাগানীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রোববার) সকালে উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ড চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার সহ আড়ৎদার ব্যবসায়ী ও আমবাগানীরা। মতবিনিময় শেষে পুলিশ সুপার লিটন কুমার সাহা আহম্মদপুর বাজারে একটি অস্থায়ী পুলিশ বক্সের উদ্বোধন করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি