বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, কবি মাশুক চৌধুরী আর নেই।
মঙ্গলবার রাত দেড়টায় রাজধানীর রাশমনো হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি কিছুদিন আগে অসুস্থ হয়ে এই হাসপাতালে ভর্তি হন।
তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অনেক গুণগ্রাহি রেখে গেছেন।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘রাজধানী ঢাকার একটি হাসপাতালে গত রাতে তিনি ঠান্ডাজনিত রোগে মারা যান। করোনা রিপোর্ট নেগেটিভ ছিলো। নিমোনিয়া ধরা পড়ে।’
আজ সকালে জানাজা শেষে ঢাকার মাদারটেক বাগিচা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।