উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের দাবিতে সারাদেশের মতো নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে চূড়ান্ত ফলাফল বৈষম্যের শিকার ও নিয়োগ বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগের বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়ম ও স্বজনপ্রীতি করে নিয়োগ দেওয়া হয়েছে।
অবিলম্বে তারা এগুলো বন্ধ করে পুনরায় নিয়োগের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, পদবঞ্চিত জেলা শাখার সদস্য হাছান মাহমুদ, দেব মজুমদার, শাহারিয়ার সুজন, শাকিল মাহমুদসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি