ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ঘোষণা দিয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাস্তায়-উন্মুক্ত স্থানে আর কোনো বর্জ্য থাকবে না।
আজ (বুধবার) সকালে, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তাপস বলেন, ‘প্রত্যেক ওয়ার্ড যে বর্জ্য থাকবে, সংগ্রহকারীরা সন্ধ্যা ছয়টা থেকে বাসা-বাড়ি-গৃহস্থালী থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করবেন। রাত ১০টার মধ্যে সব বর্জ্য এই অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে চলে আসবে।
রাত ১০টা থেকে এসব এসটিএস থেকে ময়লা-আবর্জনা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হবে। এ সময় তিনি রাস্তা ও উন্মুক্ত স্থানে আর কোনো ময়লা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি