চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার প্রান্তিক কৃষকদেরকে পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান তৈরির জন্য ৭ ধরনের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে, উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অফিসের উদ্যোগে ৩০ জন প্রান্তিক কৃষককের হাতে বীজ ও সাইনবোর্ড তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার।
এ সময় তিনি জানান, দেশে পুষ্টি চাহিদা মেটাতে সরকারিভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেসব কৃষকের বাড়ির আঙ্গিনায় বা আশপাশে ১ শতক জমি রয়েছে তারা বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজি বাগান করে পরিবারের পুষ্টি চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. ইয়াছিনসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি