গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আতাউর রহমান সরকার। ঘোষিত বাজেটে প্রস্তাবিত উন্নয়ন ও রাজস্ব আয় ধরা হয়েছে ৩৪ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ৬শ’ ৪৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৪ আসনের সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি