গাইবান্ধায় করোনা টেস্টের পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
আজ (সোমবার) দুপুরে, সিপিবি’র জেলা শাখার উদ্যোগে গাইবান্ধায় পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের ১নং রেলগেট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলসহ অনেকে।
এ সময় বক্তারা, ফি ছাড়া প্রত্যেক উপজেলাতে রক্তের নমুনা সংগ্রহ ও দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন দাবি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি