সাজিদুল ইসলাম শোভনঃ নড়াইলের নড়াগাতি থানার মধুমতি নদীর চাপাইল সেতু এলাকা থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে অর্ধ-গলিত লাশটি উদ্ধার করা হয়। তবে পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, কচুরিপানার সঙ্গে অজ্ঞাত লাশটি ভেসে আসে। পরনে গেঞ্জি ও আন্ডারপ্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্তত ১০দিন আগে তার মৃত্যু হয়েছে। হত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা উদঘাটনের চেষ্টা চলছে।