ময়মনসিংহের মুক্তাগাছায় জেএমবির ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
আজ (রোববার) বিকেলে, র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্ণেল ইফতেখার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার উপজেলার কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, জেএমবির সদস্যরা নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি