পদ্মায় অব্যাহত পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর দৌলতদিয়ার লঞ্চ ঘাটের মূল প্রবেশ পথ পানির নিচে তলিয়ে যাওয়ায় যাত্রী সাধারণেরা পড়েছেন চরম ভোগান্তিতে।
অন্যদিকে তীব্র স্রোত ও পানি বৃদ্ধিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
যার কারণে নদীপারের অপেক্ষায় দৌলতদিয়া ফেরি ঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, স্রোতের কারণে ঘাটে ফেরি ভিড়তে সময় লাগছে বেশি।
১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যে গাড়িগুলো পারাপার করার কথা সেগুলো আগে পারাপার করা হচ্ছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি