নাটোরের লালপুরের আজিমনগর রেল স্টেশন থেকে ২ হাজার ৬শ লিটার রেলের চোরাই তেলসহ তিন জনকে আটক করেছে র্যাব।
এরা হলো, মকবুল হোসেন, আব্দুল আউয়াল ও রফিকুল ইসলাম। র্যাব-৫ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল লালপুর উপজেলার আজিমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়।
এ সময় ট্রেন থেকে চুরি করা ২ হাজার ৬শ লিটার চোরাই তেলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে উদ্ধারকৃত চোরাই জ্বালানী তেলসহ তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি