কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। তবে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নীচু এলাকার ফসল পানিতে নিমজ্জিত।
ব্রহ্মপূত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ১৭ সেমিন্টিমিটার, ধরলা নদীর পানি ৪৯ সেন্টিমিটার এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৩২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হলেও, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমেনি বন্যার পানি।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, জেলার ৯টি উপজেলায় ৪ হাজার ৪শ’ হেক্টর আমন ক্ষেতের ফসল পানিতে নিমজ্জিত রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি