দিনাজপুরে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। জেলা সিনিয়র নির্বাচন কর্মকতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জেলার ১৩টি উপজেলার নির্বাচন কর্মকর্তা ওই মতবিনিময় সভায় অংশ নেন।
জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন তারা। এদিকে কোনো দল পরপর দুবার নির্বাচনে অংশ না নিলে, নিবন্ধন ঝুঁকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
রাজধানীর আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মলনে তিনি জানান, সংশোধিত আরপিও মন্ত্রিসভা এবং সংসদে পাস না হলে আগের আরপিও অনুযায়ী সংসদ নির্বাচন হবে। সেক্ষেত্রে স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।
জানান, ৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি আছে কমিশনের।
নিউজ ডেস্ক / বিজয় টিভি