সিরাজগঞ্জের সলঙ্গার হরিণচড়া বাজার থেকে হেরোইনসহ আহামাদুল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ (রোববার) সকালে, র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুল রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় ৫০ গ্রাম হেরোইনসহ ওই ব্যক্তিতে গ্রেফতার করা হয়। পরে এ বিষয় সলংগা থানায় মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।