শুরু হতে যাচ্ছে ফুটবলের নতুন মৌসুম । আগামী ২৭ অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ফুটবল মৌসুম। বাফুফে শনিবার টুর্নামেন্টের ড্র এ যেখানে ভিন্ন গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান।
‘সি’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী খেলবেন রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র সঙ্গে।
আর ‘ডি’ গ্রুপে মোহামেডান খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং দুই নবাগত বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাবের সঙ্গে।
চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ খেলবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।
ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন , ‘যে গ্রুপে পড়ি না কেন, আমাদের লড়াই করে এগিয়ে যেতে হবে।
ফেডারেশন কাপের গ্রুপিং:
এ গ্রুপ: চট্টগ্রাম আবাহনী লিমিটেড, আরামবাগ ও রহমতগঞ্জ।
বি গ্রুপ: সাইফ স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও বিজেএমসি।
সি গ্রুপ: ঢাকা আবাহনী ,শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
ডি গ্রুপ: মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাব।
নিউজ ডেস্ক / বিজয় টিভি