সাভারে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদেন্তর জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাস স্ট্যান্ডের পাশ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ। তবে নিহত নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।
এর আগে বুধবার (১৬ সেপ্টম্বর) দিবাগত রাত দুই টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার খোকনের বাড়ি থেকে অজ্ঞাত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা স্বামী-স্ত্রী ওই এলাকায় প্রায় ১ বছর যাবৎ খোকনের বাড়িতে ভাড়া থাকতেন।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি