গাজীপুরের কোনাবাড়ীতে সরনী খাতুন নামের একজন পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কোনাবাড়ীর বাইমাইল এলাকার একটি বাড়ির কক্ষ থেকে সরনী নামের পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সরনী খাতুন সিরাজগঞ্জের কাজীপুর থানার হরিনাথপুর গ্রামের নায়েব আলীর মেয়ে। সে কোনাবাড়ীর স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় চাকরি করতো।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি