কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা চুরিখাল থেকে মঙ্গলবার রাতে সাড়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি বিজিবির একটি দল ওই এলাকায় রাত পৌনে ৯টার দিকে অভিযান চালায় এবং কিছু মানুষ থাকা একটি নৌকাকে চ্যালেঞ্জ করে।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চোরকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের ব্যাগ থেকে ইয়াবাগুলো জব্দ করে বিজিবি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি