মিসরের টলেমাইক সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন ক্লিওপেট্রা। নীল নদের রানি ক্লিওপেট্রাকে নিয়ে প্রথম সিনেমা নির্মিত হয় ১৯৩৪ সালে। সবশেষ ১৯৬৩ সালে মুক্তি পাওয়া ক্লিওপেট্রা চরিত্রে অভিনয় করেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলর।
নতুন ছবিতে নাম ভূমিকায় থাকবেন গ্যাল গ্যাদত। এছাড়া সহ-প্রযোজকের দায়িত্বেও তাকবেন ইসরায়েলি এই সুন্দরী।
মিসরের রানির একটি শিল্পকর্ম শেয়ার করে গল গ্যাডট বলেন, ‘আপনারা হয়তো জেনেছেন, প্যাটি জেনকিন্স ও লায়েতা কালোগ্রিদিসের সঙ্গে মিলে মিসরের রানি ক্লিওপেট্রার গল্প বলবো। প্রথমবারের মতো নারীর চোখে তাকে উপস্থাপন করা হবে। এই ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত।’
৩৫ বছর বয়সী এই তারকার আশা, ‘বিশ্বজুড়ে নারী ও মেয়েরা যারা নিজেদের প্রমাণ করতে চান তারা কখনও স্বপ্ন দেখা ছাড়বেন না। তারা নিজেদের ও অন্য নারীদের জন্য সোচ্চার কণ্ঠস্বর ছড়িয়ে দেবেন।’
ডিসি কমিকসের সুপারহিরো নির্ভর ছবি ‘ওয়ান্ডার ওম্যান’-এর (২০১৭) বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ওয়ান্ডার ওম্যান নাইনটিন এইটি ফোর’ করোনাভাইরাস মহামারির কারণে একাধিকবার পিছিয়েছে। পরিবেশনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের ২৫ ডিসেম্বর বড়দিনে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।