আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বন্ধ কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সকালে বলিভদ্র এলাকার নাজ নীটওয়্যার লিমিটেড নামের কারখানার মূল ফটক তালাবদ্ধ দেখতে পান তারা।
শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ কারখানার অভ্যন্তরে প্রবেশের পর মূল ফটকে তালাবদ্ধ রাখার প্রতিবাদ করলে বেশ কিছু শ্রমিককে ছাটাই করে কতৃপক্ষ। সম্প্রতি শ্রমিকরা এ বিষয়ে কর্মবিরতি পালন করলে আশুলিয়া থানায় শ্রমিকদের নামে মিথ্যা মামলা দায়ের করেন মালিকপক্ষ।
এ ঘটনায় এক মাসের বকেয়া বেতন ও ছাটাইকৃত প্রায় ৩’শ শ্রমিকের ৩ মাস ১৩ দিনের পারিশ্রমিকসহ মামলা প্রত্যাহারের দাবিতে আজ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং মালিকপক্ষের উপস্থিতিতে শ্রমিকদের সমস্ত পাওনাদি পরিশোধের শর্তে সমঝোতা চুক্তি হয়। এতে আজ ১৫ নভেম্বর তা পরিশোধের কথা থাকলেও কারখানা তালাবদ্ধ রেখেছেন মালিকপক্ষ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি