টেকনাফ থেকে ৫৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ জোনের সহকারী পরিচালক মোস্তফা মুকুল জানান, সকালে আমরা ৫৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি