চট্টগ্রামে নতুন করে ১৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। তবে, করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, শুক্রবার নগরীর ছয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ১৮৮ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৬০ জন এবং সাত উপজেলার ২৮ জন। জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ২৪ হাজার ৭৭৬ জন।
এর মধ্যে শহরের ১৮ হাজার ৬২০ জন এবং গ্রামের ৬ হাজার ১৭২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারিতে ৯ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, রাউজানে ৫ জন, ফটিকছড়িতে ৪ জন, সন্দ্বীপে ২ জন এবং বাঁশখালী ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৩১৮ জনই রয়েছে। এদের মধ্যে শহরের ২২৩ জন ও গ্রামের ৯৫ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৪১৪ জন।
মোট আরোগ্য লাভকারীর সংখ্যা এখন ২১ হাজার ৪৯৭ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নেন ৩ হাজার ৪৮৯ জন এবং হোম আইসোলেশেনে থাকেন মোট ১৮ হাজার ৮ জন। হোম আইসোলেশনে নতুন যুক্ত হন ৩০ জন ও ছাড়পত্র নেন ২৫ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২৬১ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি