রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় সরকারি নির্দেশনা থাকার পরও অন্য কলেজে মাইগ্রেশন করতে না দেয়ার অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের বেধড়ক পেটানোর তদন্তে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজে ক্যাম্পাসে যায় তদন্ত কমিটি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারা।
এদিকে হামলার ঘটনায় হাসপাতালের কর্মচারী মুছাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও একজনকে আটক করেছে পুলিশ।
নানা অনিয়মের অভিযোগে গত ২ নভেম্বর বন্ধ হয়ে যায় শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। শুক্রবার (২৭ নভেম্বর) হোস্টেল থেকে মালামাল নিতে গিয়ে হামলার শিকার হন ১২ জন শিক্ষার্থী। লাঠি দিয়ে তাদের বেধড়ক পেটায় নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে নগরের চন্দ্রিমা থানায় মামলা করেন এক শিক্ষার্থী।
ডেস্ক নিউজ/বিজয় টিভি