চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় কম নমুনা পরীক্ষায় ৬৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৬ দশমিক ৩২ শতাংশ। এ সময়ে করোনাক্রান্তদের কারো মৃত্যু হয়নি। তবে এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজসহ নগরীর সরকারি তিন ও বেসরকারি একটি ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর চারটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে শনিবার চট্টগ্রামের ১ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৬৮ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ৬৩ জন ও তিন উপজেলার ৫ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ২৪ হাজার ৮৪৪ জন। এর মধ্যে শহরের ১৮ হাজার ৬২০ জন ও বিভিন্ন উপজেলার ৬ হাজার ১৭৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে বোয়ালখালীতে ৩ জন এবং বাঁশখালী ও ফটিকছড়িতে ১ জন করে রয়েছেন।
শনিবার করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৩১৮ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ২২৩ জন ও উপজেলার ৯৫ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৩৩২ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ২১ হাজার ৮২৯ জনে উন্নীত হয়েছে।
এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫৯৮ জন, ঘরে থেকে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৩৩১ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ২৭ জন, ছাড়পত্র নেন ২৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ২৬৮ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি