মুন্সীগঞ্জ সদর উপজেলার চরঝাপটা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মাটি বোঝাই ট্রলার ডুবিতে অন্তত ২০ শ্রমিক নিখোঁজ রয়েছে। এ সময় সাতরিয়ে ১৪ জন শ্রমিক নদীর তীরে উঠতে সক্ষম হয়েছে। মঙ্গলবার ভোরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরশেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডুবে যাওয়া ট্রলার শনাক্ত করা যায়নি। তবে মেঘনা নদীতে বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
তিনি আরো জানান, কুমিল্লার দাউদকান্দি থেকে মাটি বোঝাই করে ট্রলারটি নারায়নগঞ্জের ফতুল্লাহ যাচ্ছিল। পথিমধ্যে মঙ্গলবার ভোর ৪ টার দিকে মুন্সীগঞ্জের চরঝাপটা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে পৌছলে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ ২০ জনের মধ্যে ১৮ জনের পরিচয় মিলেছে, তারা হলেন- পাবনার ভাঙ্গুরিয়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মু-ুমালা গ্রামের গোলাই প্রামাণিকের ছেলে সোলেমান হোসেন, জব্বার ফকিরের ছেলে আলিফ হোসেন ও মোস্তফা ফকির, গোলবার হোসেনের ছেলে নাজমুল হোসেন, আব্দুল মজিদের ছেলে জাহিদ হোসেন, নূর ইসলামের ছেলে মানিক হোসেন, ছায়দার আলীর ছেলে তুহিন হোসেন, আলতাব হোসেনের ছেলে নাজমুল হোসেন, লয়ান ফকিরের ছেলে রফিকুল ইসলাম, দাসমরিচ গ্রামের মোশারফ হোসেনের ছেলে ওমর আলী ও মান্নাফ আলী, তাজিম মোল্লার ছেলে মোশারফ হোসেন, আয়ান প্রমাণিকের ছেলে ইসমাইল হোসেন, সমাজ আলীর ছেলে রুহুল আমিন, মাদারবাড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে আজাদ হোসেন, চন্ডিপুর গ্রামের আমির খান ও আব্দুল লতিফের ছেলে হাচেন আলী এবং উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রহমত আলী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি