পর্যটন শিল্পের বিকাশে উদার নীতি গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী।
তিনি বলেন, আধুনিক পরিকল্পনার কারনে বিভিন্ন দেশ পর্যটকদের আকর্ষনে সক্ষম হয়েছে। একইভাবে পর্যটনে সম্ভাবনাময়ী বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী মাহবুব আলী বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে স্থাপিত আধুনিক মানের রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সেখানে গভীর সাগর তলের নানা রহস্যের পাশাপাশি, জীববৈচিত্র্য ও অজানা মাছের সৌন্দর্য অবলোকন করেন। এসময় তিনি উল্লেখ করেন, থাইল্যান্ড ও মালয়েশিয়ার আদলে গড়ে উঠা রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড দেশের পর্যটন পিপাসু মানুষের চাহিদা পূরনে সক্ষম হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মুহিবুল হক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশ্যানোগ্রাফী বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ মোসলেম উদ্দিন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি