ব্রাহ্মণবাড়িয়ায় ভৈরব র্যাব -১৪ সিপিসি ক্যাম্পের সাড়াশি অভিযানে পৃথক স্থান হতে ৩ টি প্রাইভেটকার সহ ১৩৭ কেজি গাঁজাসহ ৮ জন মাদক পাচারকারী কে গ্রেফতার করা হয়েছে। উক্ত প্রাইভেটকার তল্লাশি করে উক্ত মালামাল ও পাচারকারীদের গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভৈরব র্যাব -১৪ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(২৭ জানুয়ারি) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুরের লিটন মিয়া (২৮), লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মনসুর আলী (২৯), আদিতমারী উপজেলার গোলাম রব্বানী (২৭), গাজীপুরের বাসন থানার সালমা (৩৫), জামালপুরের বটতলার আজিজুল (৩৩), একই জেলার মাদারগঞ্জের মাসুম (৩৮), দিনাজপুরের বীরগঞ্জের সোহাগ আলী (২০) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার চারুয়ার স্বপন (৩৫)।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।