স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিবিড়ভাবে পাঠ, পঠন, চর্চা ও গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তন করা হয়েছে। বেতন-ভাতা সহ নীতিমালায় থাকা কোন ধরণের সুযোগ-সুবিধা না নিয়েই আজ ৭ মার্চ চবি গ্রন্থাগারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে দায়িত্ব নিয়ে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। বঙ্গবন্ধু চেয়ার নীতিমালা কমিটি কর্তৃক প্রণীত নীতিমালা অনুসারে ৫২০তম সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে চবি সমাজত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে চার বছরের জন্য ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ দেয়া হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি