কুষ্টিয়ার ভেড়ামারায় এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলার আসামীদের দ্রুত গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। সংবাদ সম্মেলন থেকে আসামীদের গ্রেফতারে পুলিশকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলী গের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম ছানা।
এই সময়ের মধ্যে আসামী গ্রেফতার না হলে প্রয়োজনে কঠোর আন্দোলনের ঘোষনা দেন তিনি। তিনি বলেন আসামীরা জাসদ দলের কর্মী সমর্থক হওয়ায় তাদেরকে বাচাঁতে দলের নেতারা প্রভাব বিস্তার করছে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গত ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ভেড়ামারার বামন পাড়ায় প্রবাসীর স্ত্রী নিজের ঘরে তার খালাতো ভাই তানজিরার সাথে কথা বলছিলো।
এসময় আসামীরা এসে তানজিরাকে বাইরে আটকে রেখে প্রবাসীর স্ত্রীকে যৌন নির্যাতন করে। এ ঘটনায় ওই স্ত্রী বাদী হয়ে স্থানীয় ইয়ামিন, আব্দুল করিম, নাঈম, স্বরণ হোসেন ও মো: তুর্যকে আসামী করে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। পরে এলাকাবাসী আন্দোলনে নামলে পুলিশ ২২ ফেব্রুয়ারি মামলা নথিভূক্ত করেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি শাহ জালাল মোবাইল ফোনে বলেন, রাজনৈতিক পরিচয় মূখ্য নয়, আসামীর পরিচয় সে আসামী, তাদেরকে ধরতে সর্বচ্চ চেষ্টা চলছে।