বেতন কাঠানো ১১তম গ্রেডে উন্নীত করার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। এতে ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালের পাঁচ শতাধিক সহকারি শিক্ষক অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা রিয়াজ মোর্শেদ তালুকদার, মাহামুদ হোসেন সিহাব চৌধুরী সহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি