‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনে জামালপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে দিবসটি উপলক্ষে শহরের তমালতলা থেকে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: গৌতম রায়, সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক শাহাআলম, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম সহ আরো অনেকে। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোস্তফা। পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি