পুলিশের মহাপরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিতে হবে। আমরাও জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অনেক দিন আগে থেকেই এগোচ্ছি। মাদক একটি সামাজিক সমাস্যা। মাদক সমস্যাটি শুধমাত্র পুলিশ দিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে অভিযান দিয়ে করে বিস্তার রোধ করা সম্ভব না ,নির্মুল করা সম্ভব না, এক্ষেত্রে যেটি প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও সামাজের সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন মাঠে নবনির্মিত স্বোপার্জিত পতাকা ভাস্কর্য ও মহিলা পুলিশ ব্যারাক উদ্ধোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন ও সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তিসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুলিশ সমাবেশে যোগ দিবেন আই জিপি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি