নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে এই অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এসময় জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, প্রমূখ উপস্থিত ছিলেন।
১৫ বেডের জন্য ৭২ হাজার লিটার অক্সিজেন সরবরাহের সুবিধা নিয়ে এই সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে।