চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা এলাকায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন ধান কাটার শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইব্রাহিম হোসেন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোমস্তাপুর উপজেলার আড্ডা থেকে নাচোল অভিমুখে আসা একটি ধানভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ওপরে থাকা তিন ধান কাটার শ্রমিক ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।