রাঙামাটির বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে মোফাজ্জল নামে এক চালকের সহকারি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ওই গাড়ির চালকসহ আরও ৩ জন।
সোমবার (১৭ মে) সকালে, দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা নামক এলাকায় তামাকবাহী চাঁদের গাড়ি উল্টে যায়। এতে ওই গাড়ির হেলপার মোফাজ্জল ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় গাড়ির চালক এরশাদসহ তিন জন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।