নাশকতার মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২২ মে) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে আদালতে তুলে ইনামুল হাসান ফারুকীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আফজারুল হক। পরে শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (২১ মে) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করে র্যাব। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলার আসামি ফারুকী। এছাড়া হাটহাজারী থানায় ভাংচুর ও ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিও তিনি।