সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোছাঃ রওশনা বেগম (৫৫) নামে এক নারী মোটরসাইকলে আরোহী নিহত হয়েছে। নিহত রওশনা বেগম সিরাজগঞ্জ সদর উপজেলার বিলগজারীয়া গ্রামের আনোয়ার হোসনেরে স্ত্রী।
সোমবার সকাল ১১ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি মমতাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাহাইওয়ে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) শাহজাহান আলী জানান, রওশনারা মোটরসাইকলে যোগে বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার সময় ধোপাকান্দি মমতাজ ফিলিং স্টেশনের সামনে পৌছালে অঙ্গাত নামা একটি বাস/ট্রাক মোটরসাইকলে কে ধাক্কা দিলে মোটরসাইকলে থেকে রাস্তায় ছিটকে পড়লে অপর একটি গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ থানায় এনে স্বজনদরে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।