গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১২৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এত মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ২২১ জন। এ সময় করোনায় আক্রান্ত আরো দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুন ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৩ নমুনা পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৮৯ ও বিভিন্ন উপজেলার ৪০ জন।