সিরাজগঞ্জের তাড়াশে টাকার লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে দুই কিশোরের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (১০ই জুন) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫নং নওগাঁ ইউনিয়নে মহেষরৌহালী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটি ওই এলাকার এক দিনমজুরের মেয়ে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে শুক্রবার বিকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
ধর্ষণের অভিযুক্ত আসামীরা হলো, মহেষরৌহালী গ্রামের মোঃ ইদ্রিসের ছেলে ইয়ামুল (১৩) ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সুমন (১৫)। ঘটনার পর ইয়ামুল ও সুমন পলাতক রয়েছে ।
ভুক্তভোগীরা শিশুটির মা ও বাবা অভিযোগ করে জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় স্কুল মাঠে খেলা করেছিলো শিশুটি। তাকে কৌশলে টাকার লোভ দেখিয়ে ফুঁসলিয়ে পাট খেতে নিয়ে যায় স্থানীয় বখাটে ইয়ামুল ও সুমন নামে দুই কিশোর। জোড় পূর্বক ধর্ষণ করে শিশুটিকে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ।
স্থানীয়রা জানান, ঘটনার পর ইয়ামুল ও সুমনকে হাতে নাতে আটক করা হয়। প্রাথমিক অবস্থায় তারা ধর্ষণের কথা স্বীকার করেন। কিন্তু স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন মীমাংসার কথা বলে ইয়ামিন ও সুমনকে মারধর করে ছেড়ে দেন ।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত পূর্বক আইনী ব্যবস্থ্য গ্রহন করা হবে । ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে ।