কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে মা, ছেলেসহ তিনজনকে হত্যার আসামি পুলিশের এএসআই সৌমেন রায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা, মডেল থানার ওসি নিশিকান্ত সরকার জানান, সোমবার (১৪ জুন) দুপুরে, কড়া পাহারায় পুলিশ তাকে আদালতে নিয়ে আসে। এ সময় নিহত আসমার মায়ের দায়ের করা মামলায় আদালতে আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের আবেদন জানানো হয়।
পরে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এনামুল হক ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাকে কারাগারে পাঠনো হয়।
এদিকে, নিহত আসমা খাতুন, আসমার ছেলে রবিন ও যুবক শাকিল খানের দাফন সম্পন্ন হয়েছে।