সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেতকান্দি থেকে ১১টি পাখি ও শিকারির কাছ থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে উপজেলার বেতকান্দি বিল এলাকা থেকে একটি এয়ারগান, ৮ টি ঘুঘু, ২টি হরিয়াল ও ১টি সাদা বক উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ পাখি ও এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছে দি বার্ড সেফটি হাউজ সংগঠনটি।
দি বার্ড সেফটি হাউজ সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, উপজেলার বেতকান্দি বিলে বিপুল সংখ্যক অতিথি পাখির আগমন হয়। আর বন্যপাখি সংরক্ষণ ও নিরাপত্তা আইন উপেক্ষা করে এসব অতিথি ও দেশীয় পাখি শিকার করছিল একদল শিকারি।
এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় পৌছলে পাখি শিকারি পালিয়ে গেলেও একটি এয়ারগান, ৮টি ঘুঘু, ২টি হরিয়াল ও ১টি সাদা বক উদ্ধার করা হয়।
এর মধ্য ৯টি গুলিবিদ্ধ জবাই করা ও ২টি গুলিবিদ্ধ। পরবর্তীতে এয়ারগান ও পাখি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর পরিদর্শক জাহাঙ্গীর কবির ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সাথে আলোচনা করে পাখি ও এয়ারগানটি থানায় জমা দেওয়া হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিদ মাহমুদ খান জানান, উপজেলার বেতকান্দি বিলে অতিথি ও দেশীয় পাখি শিকারী করছিল একদল শিকারী। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউজের লোকজন ওই এলাকায় পৌছলেই শিকারীরা পালিয়ে যায়। এ সময় শিকারীদের এয়ারগান, ৮টি ঘুঘু, ২টি হরিয়াল ও ১টি সাদা বক উদ্ধার করে থানায় হস্তান্তর করে সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস।