নতুন বছরের শুরুটা পাওনা টাকা আদায়ে আদালতে দৌড়ঝাঁপ করে কাটবে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। সি আর সেভেনের দাবি, তার ২০ মিলিয়ন ইউরো বেতন আটকে আছে জুভেন্টাসের কাছে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের এপ্রিলে এর সুরাহা হবে।
কোভিডের কারণে তৈরি হওয়া অর্থনৈতিক মন্দার ধাক্কা লেগেছিল রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাসে। তখন প্রায় ছয় মাসের জন্য বেতন বন্ধ হয়ে গিয়েছিল। তাই নতুন বছরটা রোনালদো শুরু করতে হচ্ছে নিজের পাওনা টাকা আদায়ে।
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা জানিয়েছিলো, রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার পর সেই টাকা নিয়ে গড়িমসি শুরু করে জুভেন্টাস। তাই বাধ্য হয়েই রোনালদোকে যেতে হচ্ছে আদালতে। আগামী মাসেই কোর্ট অব আরবিট্রেশনে হতে যাচ্ছে এর শেষ শুনানি। তারপর এপ্রিলে আসবে চূড়ান্ত রায়।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আসেন রোনালদো। ১৩৪ ম্যাচে করেন ১০১ গোল। দুটো সিরি আ ট্রফির সঙ্গে জিতেছেন একটা করে সুপার কোপা আর কোপা ইতালিয়া। তবে, এসব অর্জন জুভেন্টাসকে রোনালদোর প্রতি সহনশীল করেনি। তারা চেয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল, যেটা পর্তুগিজ এ ফরোয়ার্ড এনে দিতে পারেননি।
সেই ব্যর্থতা নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান রোনালদো। পাওনা ২০ মিলিয়ন ইউরো বেতন পেছনে ফেলেই সে সময় যেতে হয় তাকে। তবে ছাড় দিলেও ছেড়ে দেয়ার পাত্র নন রোনালদো। এবারে তুরিনের ক্লাবটির সঙ্গে রোনালদোর শেষ খেলা হবে আদালতে।