নতুন মৌসুম সামনে রেখে দল ঢেলে সাজাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বায়ার্ন মিউনিখ থেকে ডাচ তারকা ম্যাত্থিস ডি লিখটকে দলে ভিড়িয়েছে রেড ডেভিলসরা। নতুনদের আনার পাশাপাশি পুরোনোদের সঙ্গে চুক্তি নবায়নও করছে ক্লাবটি। তারই স্বাপেক্ষে, ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানচেস্টার ম্যানইউনাইটেড। নতুন চুক্তি অনুসারে ২০২৭ পর্যন্ত ম্যানইউতে থাকবেন পর্তুুগিজ তারকা।
২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে যোগ দেন ফার্নান্দেজ। এরপর ২০২২ সালে নবায়ন করা চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৬ সালে। এবার নতুন চুক্তি অনুসারে ২০২৭ সালের ৩০ জুন অবধি ওল্ড ট্রাফোর্ডে থাকবেন পর্তুগিজ তারকা। চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
বুধবার রাতে এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গত মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফার্নান্দেজের সঙ্গে নতুন চুক্তি করেছে ইউনাইটেড। রেড ডেভিলসদের হয়ে সাড়ে চার বছরের অধ্যায়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন তিনি। এ সময় ২৯ বছর বয়সী ফার্নান্দেজ নিজে করেছেন ৭৯ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৭টি।
চুক্তির পর ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইডে ফার্নান্দেজ বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার আবেগের গভীরতা কেমন সেটা সবাই জানেন। এগিয়ে যেতে আমি সবসময় ইতিবাচক থাকতে পছন্দ করি। খুব ভালো লাগছে যে সামনের দিনগুলোতে আমি ক্লাবকে এগিয়ে যেতে সহায়তা করতে পারি।
২০২৩ সালের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের নেতৃত্ব হারান হ্যারি ম্যাগুইয়েরো। ইংলিশ ডিফেন্ডারকে সরিয়ে নেতৃত্বের জোয়াল ফার্নান্দেজের কাঁধে চাপিয়ে দেন ক্লাব প্রশাসন। এই দায়িত্ব পালন করতে পেরে খুশি পর্তুগিজ তারকা। ফার্নান্দেজ বলেন, এই জার্সি পরার এবং এর দায়িত্ব সম্পর্কে আমি ভালোভাবেই জানি। আমি সবসময় এটার মান রাখতে চেষ্টা করবো।