কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্রসহ মুজিবুর রহমান নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ রাউন্ড রাইফেলের গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ১৪-এপিবিএন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, রোববার বিকেলে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প থেকে ঐ রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুজিবুর রহমান উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. রফিকের ছেলে।
১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। এ সময় রোহিঙ্গা যুবক মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।