দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা কমেছে।
চাহিদার তুলনায় আমদানি বাড়ায় বাজার নিম্নমুখী হয়ে উঠেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, ভারতীয় পেঁয়াজের বাড়তি চাহিদাকে ঘিরে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কিছুটা বাড়িয়েছেন আমদানিকারকরা। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজ ওঠায় দাম কমতে শুরু করেছে। দুদিন আগেও বন্দরে যে পেঁয়াজ প্রতি কেজি ৩১ থেকে ৩২ টাকা দরে বিক্রি হয়েছে তা এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা।
এছাড়া, মৌসুমের শেষের দিকের পেঁয়াজ হওয়ায় আমদানিকৃত পেঁয়াজের মান কিছুটা খারাপ। সেই কারণেও পণ্যটির দাম কমছে।