২০২৫ অর্থবছরে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২১ হাজার ১৯ বিলিয়ন টাকা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ।
২০২০ অর্থবছরে এর পরিমাণ ছিল ১১ হাজার ৩৬২ বিলিয়ন টাকা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিল অবহিতকরণ সভায় লিখিত বক্তব্যে এ তথ্য জানান, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য জ্যেষ্ঠ সচিব ড. শামসুল আলম।
তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি পেলে বিনিয়োগ বাড়বে এবং তা বাড়তি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
এছাড়া, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রশিক্ষিত করে গড়ে তোলার বিষয়ে জোর দেয়া হয়েছে।