মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় নতুন যুদ্ধবিরতি ঘোষণা করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা থেকে এ বিরতি কার্যকর হবে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আর্মেনিয়া ও আজারবাইজানের সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে দুইবার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে লিপ্ত হওয়া আর্মেনিয়া-আজারবাইজান। দু’বারই একে অপরকে দোষারোপ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।
এবার তারা নতুন করে মানবিক যুদ্ধবিরতিতে গেল। এখন দেখার বিষয় এই বিরতি কতক্ষণ কিংবা কতদিন স্থায়ী হয়। ২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ শুরু করে আজারবাইজান ও আর্মেনিয়া।
নিউজ ডেস্ক/বিজয় টিভি