প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রণীত নতুন কৃষি আইনের বিরুদ্ধে ভারতের কৃষকদের আন্দোলন পঞ্চম দিনে পৌঁছেছে।
বুরারিতে কৃষকদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু আন্দোলনরত কৃষকরা শর্তসাপেক্ষে কোনো আলোচনার অংশ হতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে, এ আন্দোলনের ফলে রাজধানী শহরটির সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। দিল্লি ট্রাফিক পুলিশ এক টুইটে জানায়, যেকোনো ধরনের ট্রাফিক চলাচলের জন্য টিকরি সীমান্ত বন্ধ করা হয়েছে। এ ‘দিল্লি চলো’ আন্দোলন ক্রমেইকঠিন পরিস্থিতি তৈরি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডেস্ক নিউজ/বিজয় টিভি